১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৬, ২০২৫
57
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আলাউদ্দিন আহমেদ পাঠাগার ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে কবি ও সাহিত্য প্রেমীদের অংশগ্রহণে।

অনুষ্ঠানে কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক পিন্টু রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, কবি আতিকুর ফরায়েজী, কবি সিদ্দিকুর রহমান এবং পলাশ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অহর আলী, শিবু ধর, রাকিব উদ্দিন রনি, কবি হারুন অর রশীদ আকাশ, গবেষক খাইরুল ইসলাম ও সাহিত্যিক জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র। বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা ও সাম্যবাদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় কবি-সাহিত্যিক ও শিল্পীরা। পরে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram