১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিক্ষাগত পরিবেশ উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা জমা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৬, ২০২৫
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


শিক্ষাগত মান ও পরিবেশ উন্নয়নে আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের হাতে ৬ দফা প্রস্তাবনা তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আলমডাঙ্গা উপজেলার শিক্ষা বিষয়ক সেল শিক্ষার্থী বান্ধব, শৃঙ্খলাপূর্ণ এবং উন্নয়নমুখী শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে
আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমানের নিকট ছয় দফা প্রস্তাবনা জমা দেন। ২৫ মে রবিবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে তারা এ ৬ দফা প্রস্তাবনা দেন।

উক্ত প্রস্তাবনায় শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য, মূল্যায়ন এবং শৃঙ্খলা রক্ষায় যেসব বিষয় তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, ১. কলেজ ড্রেস কোড পুনঃনির্ধারণ (ছাত্রদের জন্য):
সমতা ও শৃঙ্খলা বজায় রাখতে একটি অভিন্ন ড্রেস কোড চালুর আহ্বান জানানো হয়েছে।

২. প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বাধ্যতামূলক: নিরাপত্তা ও পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৩. স্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপন: সুলভ ও মানসম্মত খাদ্য সরবরাহের জন্য কলেজ প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের প্রস্তাবনা এসেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ক্যান্টিন কমিটি গঠনের কথাও বলা হয়েছে।

৪. মাসিক মূল্যায়ন পরীক্ষা: শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি মূল্যায়নে প্রতি মাসে সংক্ষিপ্ত পরীক্ষা গ্রহণের প্রস্তাব পেশ করা হয়েছে।

৫. শিক্ষকদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিতকরণ: ছুটির ব্যতীত কলেজ চলাকালীন সময় শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শতভাগ ক্লাস নেয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করা হয়েছে।

৬. নিরাপত্তা ও বহিরাগত নিয়ন্ত্রণ: শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্র ছাড়া বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা শাখা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন কলেজের শিক্ষাগত পরিবেশ ও নৈতিক শৃঙ্খলা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “শিক্ষা ও নৈতিকতা যদি সমান্তরালে এগোয়, তবে শুধু একটি শিক্ষাঙ্গণ নয়, পুরো সমাজই এগিয়ে যাবে।”. এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা বিষয়ক সেল সম্পাদক মোঃ সাদী হাসান সেল সদস্যঃ শাকিব মাহমুদ সৈকত ও অনুপমা মাহমুদা প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram