১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জামজামির যমুনার মাঠ থেকে অজ্ঞাতনামা অর্ধগলিত পুরুষের লাশ উদ্ধার 

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৩, ২০২৫
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার জামজামি এলাকার  যমুনা মাঠ সংলগ্ন জিকে ক্যানেলের পাশ থেকে ক্ষত বিক্ষত অর্ধগলিত অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। 

জানা গেছে, আলমডাঙ্গার জামজামির যমুনা মাঠ সংলগ্ন জিকে ক্যানেলের পাশে বুধবার বিকেলে জামজামি গ্রামের লালু নামের এক ব্যক্তি গরু চরাতে যান। সন্ধ্যার দিকে ওই স্থানের ঝোপের পাশে কয়েকটি গরু লাশের পাশে গিয়ে গন্ধ শুকতে থাকে। এ সময় লালু ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে গরুগুলো তার পিছনে পিছনে চলে যায়। লালু বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ায় কাউকে কিছু জানায় নাই। গতকাল সকালে স্থানীয়দের জানালে বিষয়টি জানাজানি হয়। সকালে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে যান। মরদেহের পরনে চেক লুঙ্গি ও গায়ে চেক গেঞ্জি ছিল। পুরুষাঙ্গ ও পায়ের আঙ্গুল ছিল বিচ্ছিন্ন। সংবাদ পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট সংগ্রহ করেন। এ সময় লাশের পাশ থেকে একটি গামছায় বাঁধা আধ কেজি চাল,১৭৬ টাকা ও ৪ টি বিড়ি জব্দ করা হয়। 

জামজামি ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, আমাদের গ্রামের লাল মোহাম্মদ লালু নামের এক ব্যক্তি বুধবার বিকেলে ক্যানেলের ধারে গরু চরাতে যান। এ সময় তিনি অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়েন। কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তার স্বজনরা বিষয়টি শোনার পর গ্রামের লোকজনকে জানায়। বৃহস্পতিবার সকালে তারা ঘটনাস্থলে গিয়ে মুখমন্ডলসহ বিভিন্ন স্থানে কুপিয়ে বিকৃত একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে লাশটি দেখতে উৎসুক জনতা ভীড় জমান।

তবে কেউ এ লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি।অনেকের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে কেউ হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। এদিকে সংবাদ পেয়ে পু‌লিশ সুপার খন্দকার গোলাম মওলা (বি‌পিএম) আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পি‌পিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসিদুর রহমান- পিপিএম জানান, আলমডাঙ্গা থানাধীন যমুনার মাঠ সংলগ্ন জিকে ক্যানেলের পাড় থেকে আজকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিআইবি এবং সিআইডি টিম নমুনা সংগ্রহ ক‌রে‌ছে। লাশের পরিচয় পেলে পরবর্ত্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram