দারুস সুন্নাহ একাডেমীর কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, সনদ প্রদান ও পুরস্কার বিতরণী


আলহামদুলিল্লাহ, বিগত বছরগুলোর ন্যায় এ বছরও (২০২৪ খ্রি.) আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী বোর্ড সমাপনী পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। অত্র একাডেমীর ছাত্র সালমান ফারসি রাইয়ান সর্বমোট ৮৯৭ নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় সেরা ২০-এ চতুর্থ স্থান অধিকার করেছে। সেরা ২০-এ রয়েছে এ প্রতিষ্ঠানের আরও চারজন শিক্ষার্থী— অষ্টম স্থানপ্রাপ্ত জুবায়ের আনাম জিম, অষ্টাদশ স্থানপ্রাপ্ত আব্দুল্লাহ চৌধুরী এবং ২০তম স্থানপ্রাপ্ত মুহাম্মাদ সাব্বির ও জান্নাতুল ফেরদৌস।
আজ ২২ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার কাছারীপাড়া দারুস সুন্নাহ একাডেমীতে এ সকল কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং দুআ মাহফিলের আয়োজন করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও দারুস সুন্নাহ একাডেমীর সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ ইমাদুল হক।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমীর পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, মুহতামিম মাওলানা ইমদাদুল হক, আমীনুত তালীম হাফেজ মাওলানা নাহিদ হাসান, তা'লীমুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি সাদিকুর রহমান, আরএআর বুকস্টোরের তামজিদ হাসান, তাওহিদুজ্জামান, দারুস সুন্নাহ একাডেমীর শিক্ষকবৃন্দ এবং কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধান ও কারিকুলামে পরিচালিত। এ বোর্ডের কারিকুলাম ক্লাস থ্রি পর্যন্ত। ক্লাস থ্রিতে বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী পঞ্চম বারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিগত বছরগুলোর ন্যায় এ বছরও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। এ বছর সারা দেশ থেকে বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ লক্ষ ২৬ হাজার ৩৭ জন। এর মধ্যে আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী থেকে অংশগ্রহণ করে ৮০ জন শিক্ষার্থী।