১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২১, ২০২৫
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


কুষ্টিয়া /ভ্রাম্যমান প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়ে আরও একজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।


মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


গতকাল মঙ্গলবার(২০ মে) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।


এ ঘটনায় আহত প্রশান্ত হালদার(৩৫) হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। পরে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।


কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন।


এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram