১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-বার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২০, ২০২৫
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-বার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামান টিটো সভায় গ্রাম আদালতের সার্বিক অগ্রগতি মাসিক ইউনিয়ন ভিত্তিক মামলার লক্ষ্য ও নিষ্পত্তি বিষয়, গ্রাম আদালতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন এবং মামলার নিস্পত্তির বিষয়গুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখানো হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, প্রত্যেকটি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তিনি গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনায় সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও জানান, প্রতিটা ইউনিয়েনে বাজেটে গ্রাম আদালতের জন্য বরাদ্দ রাখতে হবে। বরাদ্দকৃত অর্থ গ্রাম আদালতের কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে হবে। প্রচার বৃদ্ধির জন্য মাইকিংয়ের সাথে পোস্টার ও লিফলেট তৈরি করে হবে। সভা সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram