১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অবৈধ লাটাহাম্বার, প্রাইভেটকার ও সোনারতরি পরিবহন সংঘর্ষ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২০, ২০২৫
65
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের পৌর বাসটার্মিনাল অদূরবর্তি অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় প্রাইভেটকার ও সোনারতরি পরিবহন দুমড়ে মুছড়ে গেছে। ১৯ মে সোমবার সকাল ৯টার দিকে পৌর বাসটার্মিনাল ও উত্তরা ফিলিং ষ্টেশনের মাঝামাঝি এ দূর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গার দিক থেকে সোনারতরি পরিবহণ আলমডাঙ্গা আসছিল। বাসটি ঘটনাস্থলে পৌছালে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া প্রাইভেটকার বাসটিকে সাইড দেয়।

এসময় পিছন থেকে একটি ভুট্টা বোঝাই অবৈধ লাটাহাম্বার স্বজোড়ে প্রাইভেটকারের ধাক্কা মারে। প্রাইভেটকারটি গিয়ে সামনের একটি গাছের সাথে মেরে দেয়।

এরপর ভুট্টা বোঝাই অবৈধ লাটাহাম্বার সোনারতরি পরিবহনের ডান সাউডে ধাক্কা মারলে বাসটির ডান সাইড দুমড়ে মুছড়ে যায়। প্রায় ২ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে। এ ঘটনায় কেউ গুরুত্বর জখম হয়নি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram