আলমডাঙ্গায় মোটরসাইকেল মেকানিক এন্ড ব্যবসায়ী সমিতি গঠন

আলমডাঙ্গায় মোটরসাইকেল মেকানিক এন্ড ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। তমিজ উদ্দিন মোল্লাকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৭ মে আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে সমিতির ২শ জন সদস্যর সম্মতিক্রমে এ সমিতির কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক ও মোটরসাইকেল হাট মালিক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটরসাইকেল হাট মালিক সাবেক কমিশনার নাসির উদ্দিন, আলাউদ্দিন, আসাদুজ্জামান পিন্টু, তৌফিক খান, মামুন মোল্লা, সাবেক মোটরসাইকেল মেকানিক মালিক সমিতির সভাপতি জাকির হোসেন। আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পিয়ার মোহাম্মদ কচি, নজরুল ইসলাম, রাফিজুল, টুটুল, চুয়াডাঙ্গার জুয়েল রানা, গাংনীর কামাল হোসেন, মহাসিন আলী, কুষ্টিয়ার একরামুল, হাটবোয়ালিয়ার শরিফুল ইসলামসহ ২শ জন মোটরসাইকেল মেকানিক ও ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গার বৃহত্তর মোটরসাইকেল মেকানিক ও ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি তমিজ উদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি এলাহী বক্স, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ, প্রচার সম্পাদক নিখিল কুমার দাস, দপ্তর সম্পাদক রিপন আলী, সহ-দপ্তর সম্পাদক আলিফ হোসেন, ধর্মীয় সম্পাদক মামুন আলী, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিটন কুমার, সদস্য টুটুল মিয়া, মিন্টু মিয়া, রাফিজুল ইসলাম, সবুজ মিয়া, মাসুদ মিয়া।