১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ সাইফুল গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৮, ২০২৫
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় সেনাবাহিনী ও হাঁপানিয়া ক্যাম্প পুলিশ যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ টাকাসহ চিহ্নত মাদক সম্রাট চিৎলার সাইফুলকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করেছে ১ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা। ১৬ মে শুক্রবার দিনগত ভোররাতে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের হাউনিয়াপাড়ার মৃত আফসার বিশ^াসের ছেলে মাদক স¤্রাট সাইফুল ইসলাম (৪৬) দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে। সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার বড় বড় চালান নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে। সাইফুল ইসলাম ইয়াবা বহন করার জন্য ব্যবহার করে দুটি প্লাস্টিকের পাইপ। এই দুটি পাইপের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। ১৬ মে দিনগত গভীর রাতের সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানার হাঁপানিয়া ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়ের নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা, মাদক আনা নেওয়ার কাজে ব্যবহৃত ২টি প্লাস্টিকের পাইপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।


আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। যেখানেই মাদক ব্যবসার তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” স্থানীয়ভাবে পরিচিত ও আলোচিত এ মাদক ব্যবসায়ীর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram