১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সুশিল সমাজের সহিত আলোচনা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৭, ২০২৫
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মাদক বিরোধী, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, আত্মহত্যা রোধে সচেতনতা, স্কুলগামী শিশুদের সচেতনতা ও সুশিল সমাজের সহিত আলোচনা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার জুম্মার নামাজ পর কামালপুর বাইতুল আমান জামে মসজিদে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কামালপুর বাইতুল আমান জামে মসজিদের সভাপতি ফজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী। এসময় তিনি বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।


তিনি আরও বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।


তিনি বলেন, নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন। নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদকের মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

সামাজিক অবক্ষয় প্রতিরোধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা প্রয়োজন। মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। সুষ্ট ও সুন্দর সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।


বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান দোলন, ঈমাম মাওলানা আসাদুজ্জামান ওসমান, কামালপুর বাইতুল আমান জামে মসজিদের সহসভাপতি কমি গোলাম রহমান, সাধারন সম্পাদক জিনারুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক ফরজ আলী, কোষাধ্যক্ষ আহাদ আলী, দাতা সদস্য সিরাজুল ইসলাম মন্ডল।

রকিবুল হাসান ঝন্টু মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কামালপুর বাইতুল আমান জামে মসজিদের সদস্য জহুরুল ইসলাম, বাবলুর রহমান বিশ^াস, আব্দুল ওহাব আলী, রাজিবুল হক কালূ, আসিফ ইকবাল, তরিকুল ইসলাম, মাসুদ রানা, আব্দুল খালেক, শাহাজান আলী কবীর, সারজুল ইসলাম, রাজু আহমেদ, হায়েত আলী, নজির উদ্দিন, কাবিল হোসেন, ইকার উদ্দিন বিশ^াস, নাসির উদ্দিন, আনারুল হক, রজব আলী, খাইরুল ইসলাম মাস্টার, সুশিল সমাজের জালাল উদ্দিনসহ কয়েকশ সাধারন মানুষ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram