OneHost BD ও Forayeji Creative Agency-এর উদ্যোগে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
মে ১৫, ২০২৫
146
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

ফ্রিল্যান্সিং | ছবি : ফ্রিল্যান্সিং
ডেস্ক রিপোর্ট : বর্তমান সময়ে অনেক শিক্ষিত তরুণ-তরুণী লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চাইলেও সঠিক দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়ে। অনেকের ক্যারিয়ার থেমে যায় সিদ্ধান্তহীনতায়। এই সমস্যা সমাধানে যুগোপযোগী এক উদ্যোগ নিয়েছে OneHost BD এবং Forayeji Creative Agency। তারা যৌথভাবে আয়োজন করেছে একটি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, যেখানে অংশ নিতে পারবেন ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা।
এই কোর্সের লক্ষ্য তরুণ সমাজকে প্রযুক্তিভিত্তিক কাজ শিখিয়ে ঘরে বসে উপার্জনের পথ দেখানো। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে, যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে যোগদান সম্ভব।
আবেদনকারীর যোগ্যতা:
- বয়স: ১৬ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
- নিজস্ব কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) থাকতে হবে
- ইন্টারনেট সংযোগ আবশ্যক
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ
আবেদনের নিয়মাবলী:
- আবেদন করতে হবে অনলাইনে: https://forayeji.com/career
- আবেদন করতে হবে ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে
- একজন ব্যক্তি কেবল একবার আবেদন করতে পারবেন
- একটি মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা দিয়ে কেবল একবার আবেদন করা যাবে