১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৩, ২০২৫
85
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাবেক সভাপতি মজিবর রহমানের সুস্থ্যতা এবং সাবেক মেয়র জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত মীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে সোমবার সকালে হাজীমোড়স্থ টিলু ওস্তাদের অফিসে সাবেক আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মিদের উদ্যোগে এ দোয়া মাহফিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা বিএনপির তিন মহীরুহের সুস্থতা ও রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।


আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিএনপিকে নির্মূল করতে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেল হাজতে রেখেছিল। বিনা চিকিৎসায় তিলতিল করে তাঁকে হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, মহান আল্লাহপাক মানুষের জীবন ও সম্মান রক্ষার মালিক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছেন। সেলিম বলেন, মজিবর রহমান, শহিদুল কাউনাইন টিলু ও মীর মহিউদ্দিন ছিলেন আলমডাঙ্গা বিএনপির তিন পাদপ্রদীপ।

জনগণের এই তিন নেতা আলমডাঙ্গা বিএনপিকে সুসংগঠিত করে একটা মজবুত অবস্থানে নিয়ে এসেছেন। আজ আলমডাঙ্গা সত্যিকার অর্থেই বিএনপির ঘাটি। তিনি অসুস্থ হয়ে পড়া মজিবর রহমান ও শহিদুল কাউনাইন টিলুর সুস্থতা কামনা করেন। একইসাথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম মীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, বিএনপি নেতা মাহমুদুল কাউনাইন, সাবেক পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ।

জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সম্পাদক ও বিএনপি নেতাদের মধ্যে মহিনুল ইসলাম, ডা. আলা উদ্দিন, পান্না চৌধুরী, আব্দুল ওহাব মাস্টার, মফিজ উদ্দিন, ফজলুর রহমান, ইউনুস আলী, মঈন উদ্দিন, মহাবুল মেম্বার, চিনির উদ্দিন, বিল্লাল হোসেন, আশরাফুল আলম, বিল্লাল মাস্টার, আব্দুল মজিদ, ডা: মনিয়ার, ছিতাব আলী, হাসিবুল ইসলাম, প্রভাষক আব্দুস সাত্তার, জাহিদুল ইসলাম, রশিদুল ইসলাম, মহি উদ্দিন, শরিফুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, রকি, বাদল, জাফফার আলী মনা, উপজেলা যুবদল নেতা শফিকুল আজম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফার”কুজ্জামান, যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মুকুল, নাসির উদ্দিন, সোহাগ, রাশেদ, সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিমুল হাসান সানি, ছাত্রদল নেতা সাগর, জাহিদ, সবুজ, রিপন প্রমুখ।

আগামী ২০ মে মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক সভাপতি মজিবর রহমানের সুস্থতা ও পৌরসভার সাবেক মেয়র মরহুম মীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram