আলমডাঙ্গায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর শিক্ষার্থীরাদের উদ্যোগে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্র্বতীকালীন সরকার। এ ঘটনায় আলমডাঙ্গায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর শিক্ষার্থীরাদের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বিকাল সাড়ে ৫টার দিকে আলিফ উদ্দিন মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টায় আলমডাঙ্গা শহরের আন্দন মিছিল করে শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সমাবেশে আলমডাঙ্গা উপজেলা আহবায়ক রাকিব মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মধ্যে মুসাব ইবনে শাফায়েত, কামরুল হাসান কাজল, রাকিবুল ইসলাম ইমন, সাদী হাসান, শাকিব মাহমুদ সৈকত, আতিকুজ্জামান মেরাজ, পারভেজ ইসলাম, পার্থিব হাসান, মারফুল পারভেজ আকাশ, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি সাব্বির রহমান, সাবেক পৌর সভাপতি নাজমুস সালেহীন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বলেন, একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন এ দেশে রাজনীতি করার অধিকার রাখেনা। এদের হাতে শহীদের রক্ত, আমাদের ভাইয়ের রক্ত। গত ১৬ বছরের জুলুম-নির্যাতনে জাতি অতিষ্ঠ। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার উপর গণহত্যা চালিয়েছে তারা। আনন্দ প্রকাশের পাশাপাশি আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে এই দলকে নিষিদ্ধের দাবি জানান ।