আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কার মোটরসাইকেল চালক জামায়াতের নেতার মৃত্যু

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর মোড়ে ট্রাকের ধাক্কার মোটরসাইকেল চালক জামায়াতের নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। ১০ মে সকাল দশটার দিকে বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বৃদ্ধ আব্দুর রহিম। ট্রাকের ধাক্কার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া থেকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুর রহিম (৭৫) আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে । তিনি বাংলঅদেশ জামায়াতের ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জামায়াত নেতার মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে আসেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি সংবাদ মাধ্যমকে জানান, নিহত আব্দুর রহিম তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। ছেলেটি কিছুদিন আগে ইতালিতে গিয়েছেন। তিনি জানান,আব্দুর রহিম সকাল দশটার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ধরে মেয়ের বাড়ি নান্দিয়া হাড়ুলিয়া গ্রামে যাচ্ছিলেন। কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর মোড়ে পৌঁছলে সামনে থেকে আসা ট্রাকের পেছনের চাকায় তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি প্রচন্ড গতিতে সড়কের ওপর ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সন্ধ্যার পর মরহুম আব্দুর রহিমের জানাযা নামাজ শেষে হাউসপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রসেল, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহামদ্দন হুসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা আই বি ডবিøউ এফ“র সভাপতি বেলাল হোসেন, ডাউকি ইউনিয়ন জামায়াতের সভাপতি সজিবুর রহমান, সেক্রেটারি আব্দুল সালামসহ স্থায়ী ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামী দায়িত্বশীলগণ।