আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস পালন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখা এবং ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
আলিফ উদ্দিন সড়ক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং বর্তমানে কৃষিজীবি বিভাগের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম। পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল্লাহ হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইদুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শামীম রেজা প্রমুখ।
এদিকে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় সংগঠনের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। আলোচনা সভা উপস্থাপনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম।