আলমডাঙ্গায় হাঁস মারা কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ ও তার দুই ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আলমডাঙ্গায় রাঁজহাঁস মারা কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ আলতাফ হোসেন ও তার দুই ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিবেশি দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৪ এপ্রিল সকাল টায় উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ায়। রক্তাক্ত জখম বৃদ্ধ আলতাফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ার আলতাফ হোসেনের ছেলেদের সাথে প্রতিবেশি মিলন আলীর ছেলে ইব্রাহিম ও আকবার আলীর ছেলে হোসেন আলীর জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে আলতাফ হোসেনে ছেলে হাসান আলীর রাঁজহাঁস ইব্রাহিমদের বাড়িতে চলে যায়। ইব্রাহিম ও হোসেন আলী আমার একটি হাস মেরে বাড়ির পাশে সারগর্তে ফেলে দেয়।
বৃদ্ধ আলতাফ হোসেন দেখে ইব্রাহিম ও হোসেন আলীকে হাঁস মেরে ফেলে দিল কেন জিজ্ঞাসা করে। এবিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম তার হাতে থাকা দা দিয়ে আলতাফ হোসেন মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে দেয়। এসময় আলতাফ হোসেনের ছেলে নাছিম রেজা ও জাকির হোসেন তাদের পিতাকে বাঁচাতে আসলে তাদেরকেও পিঠিয়ে ও কুপিয়ে জখম করে ।
তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আলতাফ হোসেনের শারীরিক অবস্থা অবনতি হলে চুয়াডাঙ্গা থেকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে তার ছেলেরা। বাড়িতে নিয়ে আসার পর আবারও আলতাফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আলতাফ হোসেনের ছেলেরা তাদের বাবাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় আলতাফ হোসেনের ছেলে হাসান আলী বাদী হয়ে এজাহার দায়ের করেছে।