১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
মে ২, ২০২৫
230
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আজ ২ মে ২০২৫ খ্রি. শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক কালচারাল সেন্টার আবর্তন এ সেমিনারের আয়োজন করে। মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আল ইমরান বকুল। এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান।
শহরের হাজিমোড়ে অবস্থিত লায়লা কনভেনশন হলে বাদ মাগরিব অনুষ্ঠিত এ প্রোগ্রামের আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা ইমদাদুল হক। সেমিনারের মূল আলোচক ছিলেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ)-এর পুত্র এবং আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহের চেয়ারম্যান শায়খ উসামা খোন্দকার এবং আস-সুন্নাহ ট্রাস্টের সেক্রেটারি জবাব আব্দুর রহমান। আলোচকগণ তাদের আলোচনায় আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ)_এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। হলভর্তি সকল শ্রেণি-পেশার মানুষ পিনপতন নীরবতায় শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শোনেন।


সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও মুনাজাত পরিচালনা করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram