২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৪, ২০২৫
54
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ মিলিমা ইসলাম বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে গোবিন্দপুর নতুন বাস স্ট্যান্ডে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ^াসের কন্যা কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস।


এসময় তিনি বলেন, আমাদের প্রাণ-প্রিয় নেত্রী খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তিনি আগের চেয়ে এখন অনেক সুস্থ। খুব দ্রæত তিনি দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। নেত্রী আরো আগে বিদেশে যাবার সুযোগ পেলে এতটা অসুস্থ হতেন না। ফ্যাসিস্ট সরকার অন্যায় অবিচার করে মিথ্যে মামলা দিয়ে জেলে আটকে রেখেছিল। অনেক অন্যায় জুলুম সহ্য করেও তিনি অন্যায়ের সাথে আপোষ করেনি। তার দীর্ঘ রাজনীতি জিবনে অন্যায়ের সাথে আপোষ করার ইতিহাস নাই, সেকারণেই তিনি আপোষহীন নেত্রী।


তিনি বলেন, আমার পিতা মরহুম শহিদুল ইসলাম বিশ্বাস ও চাচা অহিদুল ইসলাম বিশ্বাস জনগণকে ভালোবাসা দিয়ে গেছে। আমার পিতা বিএনপির নেতাকর্মীদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের বাড়ি ছিল সবার জন্য উন্মুক্ত। আমি তার মেয়ে হিসেবে আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ।


মিলিমা কে? এই কথা যারা বলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ছাত্রদল করেছি, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলা প্রত্যেকটা গ্রামে গ্রামে গণসংযোগ করেছি। আমার রক্তে বিএনপি জড়িয়ে আছে, আমি বিএনপি পরিবারের সন্তান।


তিনি আরো বলেন, এই চুয়াডাঙ্গাতে বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে। এই চাঁদাবাজ, দখলবাজদের সাথে মিলিমা বিশ্বাসের কোন আপোষ নাই।


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপি'র সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস, মহিলা নেত্রী সেলিনা বেগম, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু ।

সাবেক বিএনপির ওয়ার্ড সাধারন সম্পাদক মোবারেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিন, আশরাফুল, মোহাম্মদ নিজাম, মিজানুর, জাহিদ হাসান কালু, লিখন, মালেক, আবু, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য স্কয়ার বিশ্বাস, জেলা ছাত্রদলের সদস্য খালিদ হাসান, তারেক জিয়া প্রজন্ম চুয়াডাঙ্গা জেলা কমিটি যুগ্ন আহবায়ক রাকিব হাসান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, মোহাম্মদ সৌদি, ঝন্টু, রুবেল, রানা, জুয়েল, রিপন, শরিফ হোসেন, কামরুজ্জামান বকুল, ইলিয়াস, মিঠু ডাক্তার, রকিবুল ইসলাম খান টিটার, জর্জ, আসাদুল ইসলাম, মামুন রানা, জাইদুল, আমজাদ, ঝন্টু, চান্দু , ইখলাস কনক, সাইদুর, রেজাউল, আলম, মিলন, আজম , ঠান্ডু, বকুল, বশির, ছাত্তার, বুলবুল, আরিফ মেম্বার, হাসিবুল, মাসুম, খালেক, মহিন, কাবিল, রেন্টু, সবেদ, ইয়াকুব আলী, বিল্লাল, মহর উদ্দিন, শাহিন, মিন্টু, পল্টু খালেক, আক্কাস, জহুরুল, রকিবুল, তারিখ, আহাদ, উজির, জিম, শাজাহান, রশিদ, শাহাদাত, রুনা, রোহিত প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram