২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌরসভায় দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৪, ২০২৫
47
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিম্ন আয়ের ৪ হাজার ৬২১ জন দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে। ২৩ মার্চ রবিবার সকালে আলমডাঙ্গা পৌরসভা চত্বরে এ ভিজিএফ কার্ডের চাল বিতরণ উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নির্দেশে চাল বিতরণ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর সচিব ও নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।


বিতরণকৃত এসব ভিজিএফ কাডের্র মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ ২১ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৬ হাজার ২শ ১০ কেজি চাউল বিতরণ করা হচ্ছে। আগামী ২৪ ও ২৫ তারিখে এ চাউল বিতরণ করা হবে। প্রতিদিন ৩টি করে ওয়ার্ডের দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে এ চাউল বিতরণ কার্যক্রম চলছে। ভিজিএফ কার্ডধারী প্রত্যেক নারী পুরুষকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।


চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান সহকারি খাইরুল ইসলাম নাসিম, কনজারভেন্সি সুপারভাইজার মামুন আক্তার, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিুসুর রহমান, পৌরসভা কর্মচারী মুস্তাক আহমেদ, হাফিজুর রহমান, মনিরুজ্জামান, সুজা উদ্দিন, শাহাবুল হক, মীর মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram