২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানাপাড়ায় মানুষ শূন্য বাড়িতে চুরি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৩, ২০২৫
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানাপাড়ায় মানুষ শূন্য বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক দীর্ঘদিন ধরে না থাকার সুযোগে চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। বাড়ি মালিকের মৃত্যুর পর ৩ ছেলে ঢাকাতে থাকে। ছেলেরা মাঝে মাঝে বেড়াতে আসে। যাওয়ার সময় বাড়িতে তালা দিয়ে চাবী প্রতিবেশির নিকট রেখে যান।


জানাগেছে, আলমডাঙ্গা থানাপাড়ার মরহুম মোতাহারুল ইসলাম টুকু বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তার ৩ ছেলে ঢাকায় চাকুরী করে। চাকুরীর সুবাধে সবাই ঢাকাতে বসবাস করে। মাঝে মাঝে বাড়িতে এসে কয়েকদিন থেকে আবার চলে যান। বেশ কিছুদিন আগে মেজো ছেলে শান্তন বাড়িতে আসছিলেন। তিনি বাড়ির মেইন গেইটটা ঠিকে করে কয়েকদিন পর তিনি আবার ঢাকায় চলে যান। বাড়িতে কেউ থাকে না। তালা মারাই থাকে। চাবীটা প্রতিবেশি মিন্টুর নিকট থাকে। মিন্টু মাঝে মাঝে তালা খুলে বাড়ি দেখাশুনা করে।

শুক্রবার সকালে প্রতিবেশি তালা খুলে প্রবেশ করে দেখতে পায় সর্বনাশ। ঘরের শোকেচ, ওয়ারড্রাপ, বাক্স ভাংচুর করে মালামাল নিয়ে গেছে। ঘরের ফ্যান, পানি উঠানো মোটর, ফ্রিজের কিছু ইকেট্রনিক্স মালামাল চুরি করে নিয়ে গেছে। সুযোগ সন্ধানী চোরচক্র বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে চুরি করেছে। মিন্টু দেখতে পান রান্না ঘরের ভেন্টিলিটার ভেঙ্গে প্রবেশ করেছে।

অনেকে ধারনা করেছেন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র আরামে এ চুরি সংঘটিত করেছে। বাড়ির পিছনের দরজা দিয়ে চোরচক্র বেড়িয়েছে মনে অনেকে ধারনা করছেন। এ চুরির বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram