আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গার জেহালায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জেহালা ইউনিয়ন শাখার আয়োজনে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় জেহালা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজ কল্যান সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানব সম্পাদক শফিউজ্জামান মিঠু, উপজেলা ইউনিট সদস্য ডা: হুমায়ুন কবির, ইউনিয়ন সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুলসহ জেহালা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতিগণ ও ইউনিয়ন টিম সদস্যবৃন্দ এবং উক্ত ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা।