২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় গাঁজায় ইসরাইলি হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২২, ২০২৫
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ফিলিস্তিনের গাঁজায় ইসরাইলি নজিরবিহীন হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মাহ উপজেলা মডেল মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলিফ উদ্দিন মোড়ে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখা'র সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, আরোও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও তাওহিদী জনতা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে গাজার নিরিহ মানুষের উপর ইসরাইলী হামলা বন্ধ করতে হবে। জাতীসংঘকে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে গাজায় অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে ইসরাইলি হামলার বিচার করতে হবে এবং ভারতে নির্বিচারে মুসলিম হত্যা বন্ধ করতে হবে। বক্তারা আরোও বলেন আমাদের সকলকে ইসরাইলি পন্য বয়কট করতে হবে এবং ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই- বোনদের জন্য সবোর্চ্চ সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের জন্য কান্নাজড়িত কণ্ঠে দোয়া পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram