আলমডাঙ্গায় আবর্তনের ইফতার মাহফিল: গাজায় হামলার নিন্দা

ইসলামিক কালচার সেন্টার আবর্তনের আয়োজনে আলমডাঙ্গায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার আলমডাঙ্গা ইসলামিয়া একাডেমিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে রমজানের ফজিলত ও আমল বিষয়ে আলোকপাত করেন মুফতি মাহদি হাসান, মাওলানা হোসাইন আহমাদ ও মাওলানা ইমদাদুল হক। আলোচকগণ এই পবিত্র রমজানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। অনুষ্ঠানে ফিলিস্তিনকে নিবেদিত কবিতা পাঠ করেন আহমাদ কাজল, নাদিউজ্জামান রিজভী ও আব্দুল্লাহ আল ইবতিসাম কৌশিক। দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। তিনি মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ভারত ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য দুআ করেন।
এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজি রেজাউল করিম কাবিল, মাহফিল উদ্দিন মানিক, মফিজুর রহমান, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, হাফেজ আকিব রেজা, সিদ্দিক হোসেন, সনি মল্লিক, আল মাসুদ আব্দুল্লাহ, তাওহীদুজ্জামান, তামজিদ হাসান আবির, ওয়াসিফ জামান সোহাগ, নাঈম আশরাফ, সাদিব আল মাহমুদ প্রান্ত, আফনাব আহমেদ নাহিয়ান, ইসমাইল হোসেন শিপন, মুসত্তাসিম বিল্লাহ সাকিব, তাওহিদ খান ও সোহাগ আলী প্রমুখ।