ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে হাজী মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম ।
বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রনি, বিশেষ মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি হাসিবুল ইসলাম মিঠুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাজিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন," এই দেশকে নতুন করে সাজাতে যুবকদের হাল ধরে অগ্রনি ভূমিকা পালন করতে হবে। যুবকদের হাত ধরেই এদেশের ভাগ্য আকাশে নতুন সূর্য উদিত হতে পারে। আদর্শ যুবকরা জাগলেই, বাংলাদেশ জাগবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান।