ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করলেন মিলন হোসেন (ড্রাইভার)

ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার কালিদাসপুরের মিলন হোসেন (ড্রাইভার)। ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপস্থিত সাংবাদিকদের নিকট তিনি লিখিত সংবাদ সম্মেলন করেন। এর আগে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি হওয়া কালিদাসপুরের খায়রুল ইসলাম মিলনের মাধ্যমে জিম্মি মাফিয়া রবিজুলকে ১২ লাখ টাকা দেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মিলন হোসেন (ড্রাইভার) জানান, দীর্ঘদিন ধরে আমি ট্রাকের ড্রাইভারি করে আসছি। কর্মসূত্রে সারা মাস বাড়ির বাইরে থেকে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে তাকে যাতায়াত করতে হয়। আমার এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম ইতালি যাওয়ার জন্য কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা রবিজুলের সাথে যোগাযোগ করেন। পরে রবিজুল কালিদাসপুর গ্রামে খাইরুলের বাড়ির উদ্দ্যেশে আসেন। খাইরুলের ভাই মিন্টুও আমাকে ফোন করে তার বাড়িতে যেতে বলেন। সে সময় রবিজুলও তার বাড়ি চিনতে না পারায় আমাকে সাথে নিয়ে খাইরুলের বাড়িতে যান। এসময় খাইরুলের ভাই মিন্টু আমার সামনে রবিজুলকে টাকা দেন। টাকা দেবার পরও খাইরুল ইতালি পাড়ি জমাতে পারেননি। দীর্ঘদিন লিবিয়ার বন্দিশালা থেকে খাইরুল গত মাসে কালিদাসপুরে বাড়িতে আসেন।
মিলন ড্রাইভার বলেন, বাড়ি ফেরার পরই খাইরুল ইসলাম গ্রামবাসীকে জানাতে থাকেন আমি (মিলন) কে ১২ লাখ টাকা দিয়েছেন। এনিয়ে গত ৭ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একটি সালিশ বৈঠকও হয়। সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডলরা উপস্থিত ছিলেন।
ওই মিটিংয়ে সকলে সিদ্ধান্ত নেন রবিজুলকে খুঁজে আনতে হবে। খাইরুল আমার নামে মিথ্যে অভিযোগ করেছে। আমার সাথে খাইরুল বা তার ভাই মিন্টু কোন লেনদেন করেননি। আমার নামে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।