২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থেকে মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কুষ্টিয়া মিরপুরের মিঠুন আলী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২১, ২০২৫
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দেশের অন্যতম জনপ্রিয় মার্সেল ব্রান্ডের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার কুন্টিয়ারচরের মিঠুন আলী। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান “ মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২”র আওতায় এ সুবিধা পান তিনি।

২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে আলমডাঙ্গা রেলব্রিজ রোডের মিয়াপাড়ায় অবস্থিত মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম মামুন এন্টারপ্রাইজ মার্সেল ফ্রিজ কিনে ক্যাশব্যাক বিজয়ী মিঠুন আলীকে ১০ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান অতিথি থেকে ১০ লাখ টাকা চেক ক্যাশব্যাক বিজয়ী মিঠুন আলীর হাতে তুলে দেন মার্সেল ব্রান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক আমিন খাঁন। তিনি বলেন, দেশেই আন্তর্জাতিকমানের পণ্য তৈরি করছে মার্সেল। আমাদের দেশে মার্সেলের মতো কোম্পানি যদি তৈরি না হতো, তাহলে লাখ লাখ টাকা খরচ করে বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য কিনতে হতো। তাই আমাদের সবারই দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনা ও ব্যবহার করা উচিত।

আলমডাঙ্গার মার্সেল ডিস্ট্রিবিউটর মামুন এন্টাপ্রাইজের সত্বাধিকারী ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, রহমান মুকুল, প্রশান্ত বিশ^াস, ব্যবসায়ী গোলাম মোস্তফা বিশ^াস, শিক্ষক বিপ্লব, মাহফুজুর রহমান।

মার্সেল কোম্পানির এরিয়া ম্যানেজার রোকনুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মার্সেল ব্রান্ডের হেড অফ বিজনেস মতিউর রহমান, হেড অফ সেলস নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল ম্যানেজার নাজমুল হায়দার, রিজিওনাল ম্যানেজার আরফান হোসেনসহ কয়েকশ দর্শনার্থী।

মার্সেল ব্রান্ডের আলমডাঙ্গার ডিস্ট্রিবিউটর মামুন এন্টাপ্রাইজের সত্বাধিকারী ফারুক হোসেন জানান, ২০১৯ সালে দেশীয় কোম্পানী মার্সেল ইলেক্ট্রোনিক্স দেশব্যাপী ভোক্তাদের জন্য 'গ্রান্ড হাউজফুল(ঘরভর্তি) অফারের ঘোষনা দেয়। 'গ্রান্ড হাউজফুল(ঘরভর্তি) অফারের আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কুঁয়াতলা গ্রামের সানোয়ার হোসেন মামুন এন্টারপ্রাইজ থেকে ৩৯ হাজার ৭শ টাকা দিয়ে একটি ফ্রীজ কিনে ঘরভর্তি অফার বিজয়ী হন। তিনি ওই অফারে আড়াই লক্ষ টাকা মূল্যের মার্সেলের আঠারোটি পণ্য জিতে নেন। এবছর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা কুন্টিয়ার চর গ্রামের সাইদ আলীর ছেলে মিঠুন আলী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram