আলডাঙ্গার কুষ্টিয়া রোডে ডাকাতির মামলার আসামী হারদীর সিয়াম খাঁন গ্রেফতার

আলডাঙ্গার কুষ্টিয়া রোডে গাছ ফেলে সড়কে বেরিকেট দিয়ে বোমা ফাঁটিয়ে ডাকাতির মামলার আসামী হারদীর সিয়াম খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সিয়াম খাঁন (২২) আলমডাঙ্গা উপজেলার হারদি খালপাড়া ডিসমোড়ের মৃত শাহজাদা খাঁনের ছেলে।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাত ৩টার দিকে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের নওদাপাড়া মাঠে রাস্তায় গাছ ফেলে বোমা ফাঁটিয়ে বেশ কয়েকটা গাড়িতে ডাকাতি করে ডাকাত চক্র। আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ঘটনার কয়েকদিনের মাথায় ডাকাতির সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তারা ডাকাতির কথা স্বীকারও করে। বুধবার রাতে আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান কালে ডাকাতি মামলার এক আসামীর অবস্থানের সংবাদ জানতে পারেন। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হারদী ডিসমোড়ে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় সিয়াম খাঁনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে গত ১ জানুয়ারী রাতে কুষ্টিয়া সড়কে ডাকাতি ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সে। গতকালই সিয়ামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












