আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে ভাংড়ি ব্যবসায়ী মৃত্যু

আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে ভাংড়ি ব্যবসায়ী মৃত্যু হয়েছে। ২০ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা শহরের মডেল স্কুলপাড়ার একটি বাড়িতে ভাংড়ি কিনতে গিয়ে ৩ তলার ছাদে বিদ্যুতের মেইন লাইনের তারে স্পৃষ্টে তিনি মারা যান।
বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আকরাম হোসেন(৩৫) উপজেলার পারকুলা গ্রামের শুকুর আলীর মেজো ছেলে। ৪ ভায়ের মেজো আকরাম হোসেন। পেশায় একজন ভাংড়ি ব্যবসায়ী।
জানাগেছে, আকরাম হোসেন প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে ভাংড়ি কেনার উদ্দেশ্যে বের হয়। বেলা ১২টার দিকে তিনি আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলতাজ উদ্দিনের বাড়িতে ভাংড়ি কিনতে যায়। আলফাজ উদ্দিনের বাড়ির ৩ তলার ছাদে কিছু পুরাতন তারের নেট ছিল। বাড়ির পাশ দিয়ে গেছে বিদ্যুৎ লাইনের মেইন তার। আকরাম হোসেন সেগুলো সিড়ি দিয়ে নিচে না নামিয়ে বিদ্যুৎ লাইনের তারের উপর দিয়ে নিচে ফেলতে যায়। এসময় ঘটে বিপত্তি। তারের নেট কিছু অংশ বিদ্যুৎ লাইনের উপর আর কিছু অংশ আকরামের হাতে। সঙ্গে সঙ্গে আকরাম হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলতাজ উদ্দিনের বাড়িতে আকরাম নামের এক ভাংড়ি ব্যবসায়ী বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।