আলমডাঙ্গায় টিন কেটে চোর চক্রের আরেক সদস্য রাজবাড়ির হৃদয় মনি ঋষি গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২১, ২০২৫
170
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাসা বাড়ির তালা ভেঙ্গে ও দোকানের টিন কেটে চোর চক্রের আরেক সদস্য রাজবাড়ি জেলার হৃদয় মনি ঋষিকে গ্রেফতার করেছে। ১৯ মার্চ বুধবার গভীর রাতে আলমডাঙ্গা শহরের ষ্টেশন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য হৃদয় মনি ঋষি(২০) রাজবাড়ি সদর উপজেলার খানখানপুর গ্রামের বাসুদেবের ছেলে।
জানাগেছে, হৃদয় মনি ঋষি ট্রেন যোগে পুড়াদহ ও পরে আলমডাঙ্গা ষ্টেশনে আসে। রাত গভীর হওয়ার সাথে সাথে সে শহরের চোরের সাথে যোগাযোগ করে চুরি করে। আবার ভোররাতের ট্রেন ধরে রাজবাড়ি চলে যায়। বুধবার রাতে সে আলমডাঙ্গা শহরের ঘুরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে।
তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারেনি। এলাকার অনেকে জানান তাকে প্রায়ই রাতে নকশিকাথা ট্রেনে যেতে দেখেছে। সে চুরির কথা স্বীকারও করে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।












