২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তদন্তধীন ৩টি চুরি মামলায় ৯ জন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২০, ২০২৫
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে তদন্তধীন ৩টি চুরি মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে। ১৮ মার্চ মঙ্গলবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আলমডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় বিভিন্ন চুরি সাথে জড়িত তারা।


জানাগেছে, প্রতিনিয়ত আলমডাঙ্গা পৌর শহরের বাসাবাড়ি, দোকানেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চুরি টিনকেটে, তালা ভেঙ্গে চুরি করে চোর সিন্ডিকেটের সদস্যরা । ঈদকে সামনে রেখে চোর সিন্ডিকেটের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে। চোর সদস্যরা দিনের বেলা অন্যান্য কাজ করলেও রাতে তারা চুরি করে বেড়ায়। বুধবার রাতে আলমডাঙ্গা শহরের চুরি বন্ধ করতে অভিযান শুরু করে।

অভিযানে বিভিন্ন চুরি মামলার আসামী ও চুরি সিন্ডিকেটের সদস্য কালিদাসপুর গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে আনোয়ার হোসেন(৫০), একই গ্রামের মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান(৩৭) নুর আলমের ছেলে দুলাল হোসেন(৩০), পৌর এলাকার আনন্দধামের আরজান আলীর ছেলে রনি আলী(২৩), গোবিন্দপুর গ্রামের বিশারত আলীর ছেলে লালন শেখ(২৬) আজিজুল হকের ছেলে রায়হান আলী(৩০), বেলগাছী ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়ার মৃত কুদ্দুস আলীর ছেলে মামুন হোসেন(২৭), কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের পিকু মিয়ার ছেলে হাসিবুল হোসেন(৪৫), হাসান শেখের ছেলে আরাফাত হোসেন (১৯) কে গ্রেফতার করে। তাদেরকে গতকালই সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram