২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মরহুম যুবদল নেতা আব্দুল হাই বল্টু ও তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২০, ২০২৫
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মরহুম যুবদল নেতা আব্দুল হাই বল্টু ও তার পিতার মরহুম আব্দুল বারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বিকালে মরহুম আব্দুল হাই বল্টুর ভাই ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হক মিন্টু তার নিজ বাড়ির সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, ৬ নং ওয়ার্ড সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আব্দুল রাজ্জাকসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


২০১২ সালে সন্ত্রাসীরা আব্দুল হাই বল্টুকে কুরবানী ঈদের আগের রাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মৃত্যু বরণ করে। তার পর থেকেই মরহুম বল্টুর পিতা মরহুম আব্দুল বারী ছেলে হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। মরহুম আব্দুল বারী ছিলেন মরহুম বল্টু হত্যা মামলার বাদী। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৪ জানুয়ারী রাত ১১টায় মৃত্যু বরণ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram