আলমডাঙ্গা উপজেলা ও পৌর খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার আলমডাঙ্গা গোবিন্দপুর প্রধান জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর মুফতি মাওলানা আব্দুল হামিদ।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া ঝিনাইদহ জোন পরিচালক সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি অধ্যাপক আজিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, পৌর জামায়াতের আমীর মাহের আলী, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ডাইরেক্টর অব ফিনেম অধ্যাপক আব্দুল মজিদ, নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি মনিরুজ্জামান, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সাবেক জিএস রাজাবুল হক।
পৌর খেলাফত মজলিসের সভাপতি আলহাজ¦ জাকারিয়া হাবীবের উপস্থাপনায় খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম।