আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও ইফতার মাহফিল

বিএনপির নাম করে কেউ সন্ত্রাস মাস্তানি করলে কুত্তার 'মত রোডে পড়ে থাকতে হবে। দল তার পাশে দাড়াবে না। বিএনপির কোন নেতা মাস্তানদের আশ্রয় দিলে হাজতে যেতে যে সময় তার আগেই সে দলে নেই হয়ে যাবে। তার কোন পদপদবি থাকবে না।' আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এ বক্তব্য রাখেন। ১৮ মার্চ মঙ্গলবার আলমডাঙ্গা পৌর বিএনপি আয়োজনে উপজেলা মঞ্চে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুর সভাপতিত্বে শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলে কোন সন্ত্রাসী মাস্তানীর জায়গা হবে না। তিনি বলেন, বিএনপির নাম নিয়ে কেউ সন্ত্রাস ও মাস্তানী করলে তাকে কুত্তার মত রাস্তায় পড়ে থাকতে হবে। তার পাশে দল দাড়াবে না। তিনি দলের নেতাদেরকেও সাবধান করে দিয়ে বলেন, কোন নেতা সন্ত্রাস ও মাস্তানীকে আশ্রয় দিলে জেলে যেতে যে সময় তার আগেই তিনি দলে নেই হয়ে যাবেন। দলে তার কোন পদ পদবি থাকবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসংগে তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীর নমিনেশন দিবেন। যিনিই নমিনেশন পাবেন বিএনপির সবাই তার জন্য কাজ করবে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ষোল বছর অন্যায় জেল জুলুম গুম সহ্য করে বিএনপি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ বিস্ফোরণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন বিএনপির প্রত্যক নেতাকর্মীকে মানুষ ও সমাজের সেবায় কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, সহসভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সহসাধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক আসিফ আল নূর তানিম, মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সহসভাপতি সেকেন্দার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
পৌর বিএনপির সহসভাপতি আইয়ুব আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো: রাজিব খাঁন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোমিন মালিথা, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, পৌর কৃষকদলের আহবায়ক মামুন, সদস্য সচিব প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকুসহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।