২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২৫
56
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সোমবার বিকালে হাজী মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য হাজী মীর শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লিয়াকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি মনিরুজ্জামান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি আমিনুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, এমএস জোহা কলেজের সহকারি অধ্যাপক একেএম আব্দুর রহমান, মিজানুর রহমান, নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি মিনারুজ্জামান, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মুদি মনোহরি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার তরিয়ার রহমান, মাওলানা শাফায়েতুল ইসলাম হিরো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধী সমাজ, সাংবাদিক ও ব্যবসায়িক বিশিষ্টজনেরা।


প্রধান অতিথি তার বক্তব্য বলেন," ৫৪ বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা কোনো অধিকারই এদেশের সর্বশ্রেণির মানুষ ভোগ করতে পারেনি। কারণ, এদেশ এ যাবত যারা এদেশ শাসন করেছে তারা শাসনের নামে শোষণ করেছে। মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। লুটপাট করে দেশের সম্পদ ধ্বংস করেছে। ভোট ডাকাতী করে, দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতার চেয়ারকে কুক্ষিগত করেছে। মাদার গাছ লাগিয়ে কখনো আমের আশা করা যায় না। ঠিক ঐ পরীক্ষিত দূর্নীতিবাজ শক্তিতে বারবার পালাবদল করে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে এদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবেনা। কেবলমাত্র ইসলামী শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলেই এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ইসলামী শক্তিতে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে জান, মাল দিয়ে কাজ করতে হবে। পীর সাহেব চরমোনাই তার সংগঠনের মাধ্যমে ইসলামী প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কাজেই সকলকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐকবদ্ধ হয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।

সম্মেলন প্রধান অতিথি আগামী ২০২৫/২০২৬ সেশনে আলমডাঙ্গা উপজেলা শাখার কমিটির নাম ঘোষণা করেন, সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক। তিনি জানান পরবর্তিতে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram