আলমডাঙ্গায় রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন

আলমডাঙ্গা শহরে একটি আধুনিক রেস্টুরেন্টের অভাববোধ থেকেই যাত্রা শুরু করলো রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট। আলমডাঙ্গা সরকারি কলেজ রোডে দারুসসালাম মসজিদের পাশেই শহরের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে রাজধানী ক্যাফে উদ্বোধন করা হয়েছে।
১৬ মার্চ রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টের সত্ত¡াধিকারী আলমডাঙ্গা হাইরোডের রাজধানী ফুড এন্ড কনফেকশনারী ব্যবসায়ী মিরাজুল ইসলাম লিংকন।
রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুস সালাম মসজিদের খতিব ও হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আকরাম হোসেন। রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাসিবুল হক টুটুল, জিয়াউর রহমান, শরিফুল ইসলাম, রাজিউজ্জামান রাজ, সাবেক পৌর কাউন্সিলর মুন্সি সাইফুল ইসলাম, অগ্রানী ব্যাংক ম্যানেজার জাহিদুল ইসলামসহ আলমডাঙ্গা শহরের বিভিন্ন ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।