২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৭, ২০২৫
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামের আট বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মার্চ রবিাবর বিকেল ৩টার দিকে খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমির হামজা আলমডাঙ্গা রাইসা গ্রামের আবু জাফরের ছেলে। সে রায়সা বড়দাড়ি হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র।


স্থানীয়রা জানান, আমির হামজা মাদ্রাসায় লেখাপড়া করতো। রবিবার দুপুরে মাদ্রাসার পাশের একটি পানি শূন্য পুকুর থেকে বন্ধুরা মিলে মাছ ধরে। পরে তারা মাদরাসার পাশের আরেকটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গ্রামবাসী জানায়, বেলা ১১ টার দিকে আমির হামজা তার কয়েক বন্ধুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ করে সে বাড়ি ফিরে গেলেও পরে স্যান্ডেল নিতে সে আবারও পুকুর পাড়ে যায়। সে সময় আমির হামজা পাশের আরেকটি পুকুরে গোসলে নামে। যোহরের নামাজের পর মাদ্রাসার হুজুর সবাইকে দেখলেও আমির হামজাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে তার স্বজনসহ গ্রামের লোকজন খোঁজ করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


চুয়াডাঙ্গার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram