২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে ভারতীয় কিশোরী মেহেরপুরের গাংনী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৫, ২০২৫
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ এবার প্রেমের টানে ভারতীয় এক কিশোরী মেহেরপুরের গাংনীতে এসেছেন।
রপা শেখ (১৬) নামের ওই কিশোরী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক তারিক আলি (১৫) নামের এক কিশোর কে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।


তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মার্চ) চুয়াডাঙ্গা জেলার জীবননগর সিমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসে ওই কিশোরী। এরপর প্রেমিক তারিক আলি তাকে সঙ্গে নিয়ে গাংনী গজাড়িয়া হেমায়েতপুরে দুলাভায়ের বাড়িতে নিয়ে আসে। গত বুধবার তারিক রূপার বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে তারিক তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে নিয়ে আসে। তারিক ভোলাডাঙ্গা গ্রামের ডাবলু আলির ছেলে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।


অপরদিকে রূপা শেখ ভারতের কলকাতা ২৪ পরগনার পোর্ট ক্যানিং এর হায়দার আলী শেখ ও তসলিমা মোল্লার মেয়ে এবং স্থানীয় রামকৃষ্ণ মিশনের শিক্ষা নিকেতনের ৮ম শ্রেনীর ছাত্রী।


রূপা জানায়,প্রেমের কথা পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে এসেছি। পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসি। এখানে আসার পর আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে করে অনেক সুখে আছি।


পাত্র তারিক আলি বলেন, ৪মাস পূর্বে ফেসবুকে তার সাথে পরিচয় হয়।সে গত মঙ্গলবার আমার কাছে চলে আসে। তাকে পেয়ে খুবই খুশি।


তাদেরকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের মানুষ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram