আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর ইফতার ও ইউনিট কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামী জেহালা ইউনিয়ন শাখা ইউনিট দায়িত্বশীলদের কর্মশালা ও ঐক্যের ডাক যুব সংগঠনের উদ্যোগে পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ ও কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের ইফতান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বাংলাদেশ জামায়তে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের গড়গড়ি গোবিন্দপুর গ্রামের আল-হিকমা জামে মসজিদে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সেক্রেটারি হুমায়ন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। বক্তব্য রাখেন জেহালা ইউনিয়ন সাবেক আমীর আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সভাপতি বাবু।
এদিকে বিকেল ৫টা ৪৫ মিনিটে আলমডাঙ্গার প্রাণ শহরের আলিফ উদ্দিন মোড়ে, উপজেলা গেট ও স্টেশনে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ঐক্যের ডাক যুব সংগঠন। আলমডাঙ্গার সামাজিক সংগঠন ঐক্যের ডাক যুব সংগঠনের প্রধান পৃষ্টপোষক শামীম রেজার নেত্রীত্বে ও সভাপতি শাজাহান রাজ, সেক্রেটারী জীবন আহাম্মেদ ও অর্থ সম্পাদক আশরাফুল আলমের তত্বাবধায়নে ১৩ই রমজান শহরের বিভিন্ন স্থানে পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য গোলাম মোস্তফা, হিরা, আলাম হোসেন, সুমন, দেলোয়ার হোসেন, সজীব, ফিরোজ আহাম্মেদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর গ্রামের উদ্যোগে কালিদাসপুর পুরাতন জামে মসজিদে ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আলমডাঙ্গা পৌর শাখার নায়েবে আমীর নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন শাখার আমির আসাদুল হক। কালিদাসপুর ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি বেলাল হোসেনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। উক্ত সভাটি সঞ্চালনা করেন ১ নম্বর ইউনিট সভাপতি হারুন অর রশিদ। প্রধান আলোচক তার বক্তব্যে তিনি বলেন রোজার মধ্য দিয়ে আমরা যে তাকওয়া অর্জন করছি তা যেন আমরা আমাদের বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি।