আলমডাঙ্গা শহরের হাইরোডে বহুতল ভবন 'আব্দুল মজিদ টাওয়ার'র উদ্বোধন

আলমডাঙ্গা শহরের হাইরোডে বহুতল ভবন 'আব্দুল মজিদ টাওয়ার'র উদ্বোধন করা হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বাদ জুম”আ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি থেকে ফিকা কেটে ৭ তলা বিশিষ্ট 'আব্দুল মজিদ টাওয়ার' উদ্বোধন করেন। আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ মিয়ার তিন ছেলে এমআর বস্ত্রালয়ের মালিক লাবলু মিয়া তার দু-ভাই ডাবলু মিয়া ও বাবলু মিয়াকে সাথে নিয়ে ৭ তলা টাওয়ারটি নির্মান করে পিতার নামে নামকরন করেছেন।
আব্দুল মজিদ টাওয়ার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলোচনা করেন মাওলানা মুফতি মাহাদি হাসান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, গার্মেন্টস মালিক সমিতির সাধারন সম্পাদক কামরুল হক রনি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।