আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া

আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ ¯েøাগানকে সামনে নিয়ে ১০ মার্চ সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্তরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল মামুনের নেতৃত্বে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত সকলকে প্রাথমকি পর্যায়ে কিভাবে আগুন নিভাতে হয় এবং গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শিখিয়ে দেন।
আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল মামুন।
প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়লের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারি প্রকৌশরী নজরুল ইসলাম, কার্যসহকারি আসাদুজ্জামান সুমন, তুষার মুক্ত স্কাউট দলের তন্ময় কুমার বিশ^াস অপু, অফিস সহায়ক আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকার্থীবৃন্দ।