আলমডাঙ্গার অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার চরযাদপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যাদবপুর গ্রামের বজলু হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ মার্চ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)' আশীষ কুমার বসুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে,আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের চর যাদবপুর গ্রামের আফিল মন্ডলের ছেলে বজলু হকের বিরুদ্ধে বেশকিছুদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চর যাদবপুর এস-৯জি সেচ খালের বাম পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমডাঙ্গা সহকারী কমিশনার আশীষ কুমার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত বজলু হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্ত বজলু হক খননকৃত স্থান নিজ খরচে ভরাট করার প্রতিশ্রæতি দেন ।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সেচ খালের পাড় কাটা হলে আশপাশের জমির সেচব্যবস্থা ব্যাহত হয় এবং ভৌগোলিক ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মাটি কাটা বন্ধ হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে এবং খালের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।