২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে বন্ধুর নিকট পাওয়া টাকা আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি বাদেমাজুর তরুণ আরাফাত হোসেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২, ২০২৫
65
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাতে বন্ধুর নিকট পাওয়া টাকা আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি আলমডাঙ্গার শহরতলির বাদেমাজু গ্রামের তরুণ আরাফাত হোসেন(১৮)। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানিক পর তার মোবাইলফোন বন্ধ। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। অপহৃত তরুণের বাবা-মা-ভাইসহ পরিবারে চলছে আতঙ্ক আশঙ্কা আর কান্নার মাতম।

অপহৃতের পরিবার ও দায়েরকৃত জিডি মারফত জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার অনতিদূরে বাদেমাজু গ্রামের বকুল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে।গত শুক্রবার সোয়া নয়টায় ওর নিকট ফোন করে অজ্ঞাত কেউ। তিনি আরাফাতকে পাওনা টাকা নিতে আলমডাঙ্গা সাদা ব্রীজে ডাকে। আরাফাত তার বড় ভাইকে সাথে নিতে চাইলে অজ্ঞাত ব্যক্তি একা যেতে বলে। সাড়ে নয়টার দিকে আরাফাত মোটরসাইকেল নিয়ে বের হন। রোডের ভেতর একই গ্রামের আরেক তরুণ সাইফুলের সাথে দেখা হয়। সাইফুল তার সাথে যেতে চাইলেও আরাফাত সাথে নেয়নি। বলেছিলেন দ্রুত চলে আসবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেন নি আরাফাত। রাত ১১ টার দিক থেকে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ হয়ে যায়। 

ফোন বন্ধের পর থেকে পরিবারের লোকজনের উপর অজানা আতঙ্ক ভর করে। তারা খুজতে বের হন। কোথাও খোঁজ পাননি। সারা রাতেও বাড়ি ফেরেন নি। সকালে উঠে তারা ঘক্টনাটি পুলিশকে অবহিত করেন। রাতে জিডি দায়ের করেছেন অপহৃত আরাফাতের বাবা।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্বক চেস্টা করছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram