আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রæয়ারি শুক্রবার বাদ আছর আলমডাঙ্গা মডেল মসজিদ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এসময় তিনি বলেন, রমজান মাস আসলেই আমাদের দেশে দ্র্রব্যমূলের ঊর্ধ্বগতি হয়। বিভিন্ন স্থানে সিন্ডিকেটের মাধ্যমে সব কিছুর দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এই বছরে যেন জনগণের কোন ভোগান্তি না হয়। সেই ব্যাপারে সবাই যেন সতর্ক থেকে আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী। উপজেলা সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।