ডেভিল হান্টের শিকার এবার জামজামি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রিপন শাহ

দেশে চলমান অভিযান ডেভিল হান্টে আলমডাঙ্গা থানা পুলিশ আওয়ামীলীগ নেতা রিপন শাহকে গ্রেফতার করেছে। আশরাফুল করিম রিপন শাহ জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ছিলেন। আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে থানায় দালালীসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও বোমা হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার আশরাফুল করিম রিপন শাহ(৫৩) উপজেলার জামজামি গ্রামের এসএম রেজাউল করিমের ছেলে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ দেশে চলমান ডেভিল হান্ট অভিযানে গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।
এ ঘটনায় লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।