আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এরশাদপুর একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এরশাদপুর একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকালে একাডেমি প্রঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ফজলুল হক শামিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশিকুর রহমান স্বপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম, রহমান মুকুল, আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, আফরোজা খুশি, সালমা খানম, লিমা খাতুন, মহাবুল হক খান, মিনারুল ইসলাম। দু আ পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা এসএম মিরাজ রবিন।
শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী অপূর্বা, বক্তব্য রাখে ১০ম শ্রেণির ছাত্রী শায়েরী, বিদায়ী শিক্ষার্থিদের পক্ষে বক্তব্য রাখে শাহিনা খাতুন। সার্বিক সহযোগিতা করেন ইমু, রানা হক, মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম।