আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এবং গত ২৪ জানুয়ারি শুক্রবার প্রকাশ করা হয়। পরীক্ষায় উপজেলার ৪৮ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেনীর ৭ শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২৩, প্রথম গ্রেড ২৬, সাধারন গ্রেড ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আলমডাঙ্গার হাজী মোড়ে লায়লা কনভেনশন হলে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে আফিয়ার নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাউছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল মোনয়েম, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা রুপালি ব্যাংক ম্যানেজার আব্দুল খালেক, জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল,ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ. কে. এম আব্দুর রহমান। আফিয়া নুর ফাউন্ডেশনের সদস্য সচিব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাল আল মামুন, আফিয়ার নূর ফাউন্ডেশনের কো- চেয়ারম্যান সাবেক মৎস্য কর্মকর্তা খো: শহিদুর রহমান, প্রভাষক শাহিন শাহিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর। আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।