২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ ফেব্রæয়ারি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।


এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের হাতে গড়ে উঠবে। পিতা-মাতার পরেই আপনাদের স্থান। তাই আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।"


তিনি আরও বলেন, "শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই টিভি ও পত্রপত্রিকায় দেখেছো, আমাদের দেশের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাই শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাÐেও সম্পৃক্ত হতে হবে। ফুটবল, হকি, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।"


সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একটি জাতির অগ্রগতির জন্য সংস্কৃতি অন্যতম প্রধান শক্তি। ইতিহাস সাক্ষী, যে কোনো দেশকে দুর্বল করতে চাইলে প্রথমেই তার সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা করা হয়। তাই শিক্ষার্থীদের সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উৎসাহ সৃষ্টি করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "যদি আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হয়, তাহলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার দিলআরা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল কায়েস, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন আজগর আলী। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও অর্ণপূর্নার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আতিয়ার রহমান, শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কারেবী সুলতানা, আফরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, মিজানুর রহমান, আলী কদর, ছায়া রাণীসহ সকল শিক্ষক কর্মচারী। পরে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। ২য় দিন ১০ শ্রেনীর শিক্ষার্থী শর্মী ও মৌমির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিনয় ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram