২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
43
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুব বিভাগের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, দেশে ফ্যাসিস্ট হটাতে যে অভ্যুত্থান হয়েছে সেটাকে আমি অভ্যুত্থান বলবো না, বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লব ছিল হাজারো প্রাণহানীর বিপ্লব, এটা ছিল হাজার হাজার পঙ্গুত্বের বিপ্লব। সেই বিপ্লব বৃথা যেতে পারে না।


তিনি কোন দলের নাম উচ্চারণ না করে বলেন, একটি ন্যায়সঙ্গত বাংলাদেশ পেতে সংস্কারের দরকার আছে। যারা দ্রæত নির্বাচন চায় তারা ক্ষমতা ও ভারতের তাঁবেদারি করতে দ্রæত নির্বাচন চায়।


তিনি গত বিএনপি জামায়াতের কোয়ালিশন সরকারে জামায়াতের দুই মন্ত্রীর দায়িত্বে থাকা দুই মন্ত্রনালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী দেখেছ দুই মন্ত্রনালয়ে কোন দুর্নীতি হয় নাই। জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক দল যেখানে দুর্নীতির জায়গা নেই।


তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেখানে দুর্নীতি সেখানে প্রতিরোধ করবেন। প্রতিটা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিবেন, কারা বিধবা ভাতা,বয়স্ক ভাতা পাচ্ছেন না। কারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে সহযোগিতা করবেন।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসেনর জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, জিএ শাখার আমীর আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন। পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ হাসানের উপস্থাপনায় জামায়াতের উপজেলা, পৌর, যুববিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিরিবের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram