আলমডাঙ্গার কালিদাসপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

বেশ সাড়ম্বরেই আলমডাঙ্গার কালিদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৪ ফেব্রæয়ারি সোমবার বিকেলে কালিদাসপুর রেলগেটে ইউনিয়ন বিএনপির এ কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কালিদাসপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, পৃথিবীর ঘৃণিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। ফ্যাসিস্ট রানী পালিয়ে গেলেও তার দোসররা বণচোরার মত সর্বত্র ঘাপটি মেরে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করে ফ্যাসিস্ট দোসররা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিস্ট দোসরদের সব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের সাথে আরও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। তারেক জিয়ার ৩১ দফার প্রচার করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রী যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলা উদ্দিন, ধর্ম সম্পাদক ইদ্রিসুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে জহুরুল ইসলাম, আব্দুল হাবীব, ফারুক হোসেন, মারফত আলী, জিল্লুর রহমান, রেজাউল হক, আলী হোসেন, সাহাবুল ইসলাম, আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আশাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জীবন আহমেদ, সাহাবুল, সদস্য আলা উদ্দিন, বিএনপি নেতা রানা, রিপন, উপজেলা যুবদল নেতা বাপ্পী, শরিফুল, আলম, মানিক, লিল্টু, ইমাদুল, শিহাব, হাসিবুল, রাফিক, সুজন, মারুফ, মোহাম্মদ, উপজেলা ছাত্রদল নেতা নোমান, সজীব, ইব্রাহিম, জয়, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ প্রমুখ।