আলমডাঙ্গায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় অবৈধ ইঞ্জিন চালিত আলমসাধু চালক মারাত্মক জখম

আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের গরু বোঝাই ট্রাকের ধাক্কায় অবৈধ ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে চালক মারাত্মক জখম হয়েছে। ২৪ ফেব্রæয়ারি সোমবার রাত ৯ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর ও কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি সীমানা এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস আহত আলমসাধু চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করেছে।
এলাকা সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা কুষ্টিয়া সড়ক একটি ব্যস্ত সড়ক। প্রতি মিনিটে এ সড়ক দিয়ে বাস,ট্রাকসহ বিভিন্ন ধরনের যাত্রী ও মালবাহী পরিবহন আসা যাওয়া করে। এ সড়কে প্রায় প্রতিদিনই একটি না একটি দূর্ঘটনা ঘটেই। সোমবার রাত ৯টার দিকে আলমডাঙ্গার এ দিক থেকে একটি গরু বোঝাই কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। কুষ্টিয়ার দিক থেকে একটি অবৈধ ইঞ্জিত চালিত আলমসাধু আসার সময় আলমডাঙ্গার সীমানা ডম্বলপুর গ্রামের মাঠে গরু বোঝাই ট্রাকে সাথে ধাক্কা লাগে।
এসময় আলমডাঙ্গা উল্টে চালক গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামের খোদা বকসের ছেলে আলফাজ উদ্দিন (৫০) মারাত্মক আহত হয়। তার দুটি পা মারাত্মক জখম হয়েছে। আলফাজ উদ্দিন বাঁধা কপি বিক্রয় করে বাড়ি ফিরছিলেন। গরু বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ড-১৪-৮০৬৮) সিরাজগঞ্জ যাচ্ছি বলে গরুর ব্যাপারী জানিয়েছেন। ট্রাক ড্রাইভার ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনার পর স্থানী লোকজন আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে সংবাদ প্রদান করে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল মামুন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মারাত্মক জখম আলফাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা-কুষ্টিয়া সীমানার ডম্বলপুর গ্রামে ট্রাকের ধাক্কায় আলমসাধু উল্টে চালক জখম হয়েছে। ট্রাক ও আলমসাধু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আলমসাধু চালককে ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।